স্টাফ রিপোর্টার: পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বুধবার ঢাকায় এসে পৌঁছুনোর কথা ছিলো জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কিন্তু বিমানের টিকেট না পাওয়ায় নির্ধারিত সময়ে আসতে পারেনি হ্যামিল্টন মাসাকাদজারা। সর্বশেষ খবর হলো টিকেট না পাওয়ার কারণে একসাথে আসতে পারছে না জিম্বাবুয়ের পুরো দল। যে কারণে শুক্রবার বিকেল এবং মধ্যরাতে দুই দফায় বাংলাদেশ সফরে আসবে গ্রায়েম ক্রেমারের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ে দেরি করে আসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাদশের সাথে প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে। শুক্রবার রাতে এসেই পরের দিন সকালে খেলতে নামাটা যে কোনো দলের জন্যই বাড়তি চাপ। এসব বিবেচনা করে বিকেএসপিতে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে বিসিবি। আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।