মেহেরপুর অফিস: মেহেরপুরে ডাকাতি মামলায় দুজনের ১০ বছর করে ও পাঁচ জনের ৫ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদ- দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন। দ-িতরা হলেন, মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার জহির উদ্দিনের ছেলে ছোট কালু, রিজাল শেখের ছেলে খাদেমুল ইসলাম, আব্দুল আলীর ছেলে আজিমুল আলী, ফোরকান বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস, মজিদ আলীর ছেলে রিপন আলী, খবির আলীর ছেলে স্বপন আলী ও অনু মলিকের ছেলে ভোদা আকালী। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৩ আগস্ট শহরের সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। পরে সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে ওই আদেশ দেন। মামলায় ১০জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. এসএম রুস্তম আলী এবং আসামি পক্ষে অ্যাড. রফিকুল ইসলাম ও অ্যাড. কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।