স্টাফ রিপোর্টার: স্বামী পরিত্যক্তা এক নারীকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে ইউপি সদস্য ও তার দু’সহযোগী এক বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষিতা নিজেই গতকাল বৃহস্পতিবার রাতে মহেশপুর থানায় এসে ইউপি সদস্যসহ তিনজনকে আসামি করে এ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত বুধবার রাতে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। মহেশপুর থানার ইনসপেক্টর (তদন্ত) ফারুক হোসেন জানান, স্বামী পরিত্যক্তা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের ধরার চেষ্টা করছে।