স্টাফ রিপোর্টার: ‘নির্বাচনকালীন সরকার ও সংসদ ভেঙে দেয়া’র ইস্যুতে একটি ঐকমত্যে না পৌঁছুলে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়ার নিশ্চয়তা কোনোভাবেই দেয়া যায় না’ বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা হওয়া দরকার।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে রংপুর সিটি নির্বাচনের ধারাবহিকতা রক্ষায় করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।