স্টাফ রিপোর্টার: আইপিএলের নিলামের আগেই বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। নিলামের আগেই তামিম ইকবালকে দলে নেয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন কিংস ইলিভেন পাঞ্জাবের ফ্রাঞ্চাইজি মালিক প্রীতি জিনতা। ভারতের বলিউডের এ নায়িকা তামিমকে দলে ভেড়াতে এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন তামিম ইকবাল। জাতীয় দলের পাশাপাশি ২০১৭ সালে পাকিস্তান সুপার লিগ এবং আরব আমিরাতে হওয়া টি-টেন টিক্রেট লিগেও পারফর্ম করেছেন। শুধু তাই নয়! বিপিএলের সর্বশেষ আসরে ব্যক্তিগতভাবে পারফর্ম করার পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়াকে করেছেন রানার্সআপ। এসব পারফর্ম্যান্সের বিবেচনায় তামিমকে দলে ভেড়াতে মরিয়া হয়ে পড়েছেন প্রিতি জিনতা।
এদিকে ৭ বছর কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে ফ্র্যাঞ্চাইজির ঘরের ছেলেই হয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। তবে আইপিএলের এবারের আসরে তাকে ধরে রাখেনি দলটি। অর্থাৎ উন্মুক্ত নিলামে এবার অন্য যেকোনো দলে সুযোগ পেতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবকে কোলকাতা যেমন ছেড়ে দিয়েছে তেমনি মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এ দুজনের সাথে এবারের আইপিএল নিলামে উঠবেন তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু। আইপিএলের আসন্ন ১১তম আসরের নিলামের তালিকায় বাংলাদেশের ৮জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।