স্টাফ রিপোর্টার: কালীগঞ্জের নারী উদ্যোক্তা মর্জিনা বেগমের সাথে সরাসরি ভিডিও কনফান্সের মাধ্যমে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় বাংলাদেশের উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন উপলক্ষে জেলার সফল নারী ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উদ্যোক্তা, একাধিকবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি ও জেলা জয়ীতা পুরস্কার প্রাপ্ত কালীগঞ্জের মর্জিনা বেগমের সাথে ঝিনাইদহ উন্নয়ন মেলা প্রাঙ্গণে ভিডিও কনফান্সের মাধ্যমে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও সাংবাদিকবৃন্দ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মর্জিনা বেগম প্রধানমন্ত্রীকে এলাকার উন্নয়ন ও তার ব্যক্তিগত উদ্যোগের বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী মর্জিনা বেগমের এ উদ্যোগকে প্রশংসা জানিয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।