উন্নয়ন মেলাতে দ্রুত সেবা পাওয়া যাচ্ছে

স্টাফ রিপোর্টার: উন্নয়ন মেলাতে তাৎক্ষণিক সেবা দিচ্ছে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির চুয়াডাঙ্গার জোনাল অফিসসহ সরকারি-বেসরকারি প্রতিটি স্টলই। চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় এ ধরনের সেবা দিচ্ছে বলে নিশ্চিত করেছে মেলা আয়োজক কমিটি।
জানা গেছে, চুয়াডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উন্নয়ন মেলা ২০১৮। টাউন ফুটবলমাঠে সকাল ১০টার দিকে উদ্বোধন করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর। মেলায় স্থান পেয়েছে সরকারি-বেসরকারি ৯৪ স্টল। স্টলগুলোয় প্রদর্শনীসহ তাৎক্ষণিকভাবে বিভিন্ন সেবা প্রদান করছে। এ সেবা চলবে মেলার শেষ দিন পর্যন্ত। তারই অংশ হিসেবে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি চুয়াডাঙ্গা জোনাল অফিসের সেবা পেয়ে খুশি হয়েছে গ্রাহকরা। সেবা গ্রহণকারী গ্রাহকরা জানান বিদ্যুতের নতুন সংযোগ পেতে অন্তত ৬ মাস সময় লাগে সেখানে দিনের দিনই সংযোগ পেলাম। এ যেন অবিশ্বাস্য। মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির চুয়াডাঙ্গার জোনাল অফিসের ডিজিএম হাবিবুর রহমান জানান, উন্নয়ন মেলা উপলক্ষে পল্লী বিদ্যুতের সেবা গ্রহীতদের জন্য তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। যেমন উদ্বোধনই দিন গতকাল বৃহস্পতিবার নতুন সংযোগের জন্য ১০ জন মেলায় এসে অনলাইনে আবেদন করেন। তাদের সবাইকে গতকালই নতুন সংযোগ দেয়া হয়েছে। নতুন সংযোগ পাওয়া ১০ জন হচ্ছে কুশোডাঙ্গা গ্রামের ফারুক হোসেন, দামুড়হুদার শাহিনুর ইসলাম, দীননাথপুরের মনির হোসেন, বোয়ালিয়ার লিটন মিয়া, হায়দারপুরের মাসুদ রানা, মন্টু বিশ্বাস, কাশেম আলী ও বুলবুলি খাতুন, হানুরবাড়াদীর জহুরুল ইসলাম, দামুড়হুদা হাউলীর তোজাম আলী, মেলা আয়োজন কমিটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ জানান, মেলাতে এসে কেউ অনলাইনে যেকোনো দফতরে আবেদন করলে যতো দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দফতর সেবা দিচ্ছে।