মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রাম থেকে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বিকেলে নিজ বাড়ির সামনে মোটরসাইকেল রেখে বাড়ির মধ্যে গেলে ১০ মিনিটের মাথায় ফিরে এসে মোটরসাইকেল না পেয়ে দিশেহারা হয়ে পড়েন মোটরসাইকেল মালিক। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের মৃত একরামুল হকের ছেলে শহিদুল ইসলাম তার নিজ ব্যবহৃত কালো রঙের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলটি গতপরশু বুধবার বিকেল ৫ টার দিকে নিজের বাড়ির সামনে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করেন। ১০ মিনিট পরে বাইরে এসে মোটরসাইকল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। সহিদুল ইসলাম জানান, গ্রামের এক চিহ্নিত চোরসহ আরও এক ব্যক্তিকে বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখেছেন। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।