ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ে হরিণাকুণ্ডু উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদাসার ২শ’ ৫০ জন শিক্ষার্থীদের অ্যাথলেটিক্স ও ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুমন কুমার মিত্র। অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১৪টি ইভেন্টে ৪২ জন প্রতিযোগীর হাতে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।