আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি কলেজে শিক্ষকদের মাঝে কোন্দল এখন চরমে। একাংশের ক্ষুদ্ধ শিক্ষক কর্তৃক কলেজের অধ্যক্ষের চেয়ার তুলে নিয়ে স্টোররুমে রেখে তালাবন্ধ করে রাখেন। এ ঘটনা জানার পর ছাত্রলীগের নেতৃবৃন্দ স্টোররুমের তালা ভেঙে ফেলে। ঘটনাটি শহরব্যাপী আলোচিত হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা ডিগ্রি কলেজে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আবু হাসান বাচ্চু। শিক্ষকম-লীর একাংশ আবু হাসান বাচ্চুকে অধ্যক্ষের চেয়ারে দেখতে অনিচ্ছুক। তারা নিজেদের গ্রুপের ভেতর থেকে কাউকে অধ্যক্ষের দায়িত্ব দিতে মরিয়া। এমনকি তারা নিজেদের মত করে নতুন কাউকে সভাপতি চায়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে কলেজ উত্তপ্ত। গতকাল বুধবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান বাচ্চু কলেজে অনুপস্থিত ছিলেন। এ সুযোগে বিদ্রোহী শিক্ষকগ্রুপের কয়েকজন অত্যুৎসাহি শিক্ষক সকাল সোয়া ৯টার দিকে অধ্যক্ষের রুম থেকে তার নির্দিষ্ট চেয়ার সরিয়ে স্টোররুমে নিয়ে তালাবদ্ধ করে রাখেন।
এদিকে, এ সংবাদ পেয়ে ক্ষুদ্ধ হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা ওই কক্ষের তালা ভেঙে ফেলেন। বিষয়টি সারা শহরে আলোচনার ঝড় তুলেছে। স্টোররুমের তালা খুলে অধ্যক্ষের চেয়ার অবমুক্তের কথা স্বীকার করেছেন কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক।