মহেশপুরে আনসার ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা আনসার ও গ্রামপ্রতিক্ষা বাহিনীর আয়োজনে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে আনসার ভিডিপি উপজেলা সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্চের পরিচালক আকবর আলী পিএএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আহসানউল্লাহ, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, মহেশপুর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, ঝিনাইদহ জেলা আনসার ভিডিপি’র সার্কেল অ্যাডজুট্যান্ট এইচএম বেলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজনীন আখতার। প্রধান অতিথি বলেন, মহেশপুর একটি সীমান্তবর্তী উপজেলা চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ জঙ্গি দমন এবং নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।