দামুড়হুদায় মিডডে মিল ও অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোপালপুর ১১নং ডিজিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনার সন্তানকে ফাস্ট-সেকেন্ডের প্রতিযোগিতায় নামাবেন না। কারণ ফাস্ট-সেকেন্ড হওয়ার চেয়ে প্রকৃত জ্ঞান অর্জনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাদের বেসিক নলেজের দিকে গুরুত্ব দিবেন। তিনি উপস্থিত সকল অভিভাবকদের উদ্দেশে আরও বলেন, টিফিন বক্সে খাবার দিয়ে আপনার সন্তানকে স্কুলে পাঠান। সহপাঠীদের নিয়ে একসাথে খেতে খেতে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। তাদেরকে মেশিন বানাবেন না। তারা শিখবে খেলতে খেলতে। যদি আপনি চাপ সৃষ্টি না করে তাদের মত করে শেখার সুযোগ দেন দেখবেন সে একদিন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। গোপালপুর ডিজিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার আলম, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দীন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি গোপালপুর ডিজিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন, সাধারণ সম্পাদক দর্শনা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরূপ কুমার দাস, জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুর রহমান, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনিরুজ্জামান, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে মিডডে মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক হারুণ অর রশিদ ও এলি জাবেদ আরতী হালসনা।