মিনিস্টার হাই-টেক লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান
স্টাফ রিপোর্টার: ‘পরনির্ভরতা দূর করে স্বনির্ভরতার স্বপ্ন বাস্তবায়নের মধ্যদিয়ে এখন আমরা বিদেশে রফতানিকারক প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছি। বিশ্বমানের ফ্রিজ প্রস্তুত হচ্ছে আমাদের দেশে, আমাদের নিজস্ব কারখানায়। পূর্বে ভিন দেশ থেকে আমদানি করতে হতো, বিদেশের কিছু প্রতিষ্ঠান তারা শতভাগ কোয়ালিটি মেন্টেন করতো না। কিন্তু এখন আর তেমনটি নয়, মাইওয়ান মিনিস্টার ফ্রিজের নিজস্ব কারখানায় কোয়ালিটি শতভাগ নিশ্চিত করা হয়।’
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান চুয়াডাঙ্গার জন্য গর্ব বয়ে আনা সফল উদ্যোগতা আব্দুর রাজ্জাক খান উপরোক্ত মন্তব্য করে এলাকাবাসীকে নিজের প্রতিষ্ঠানের বিশ্বমানের ফ্রিজ ব্যবহারে আহ্বান জানিয়ে বলেছেন, এলইডি টিভি, এসি, রেফ্রিজারেটরের জন্য মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গতপরশু প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে উপরোক্ত মন্তব্য করে বলেছেন, আমরা এখন যেভাবে নিজস্ব কারখানা করে স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে উৎপাদিত পণ্যের মান বৃদ্ধিতে সক্ষম হয়েছি, তা যদি আরও আগে হতো তা হলে আমাদের দেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হতো। আমরা এখন বিদেশ থেকে আমদানি করি না, বিদেশে রফতানির প্রহরগুনছি। সৌজন্য আলোচনার এক ফাঁকে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুর রাজ্জাক তার হাই-টেক পার্কের প্রস্তুতকৃত গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সামগ্রী ঘুরে দেখান।