বেগমপুর প্রতিনিধি: দামুড়হুদা দুধপাতিলা গ্রামের ফয়সাল প্রেমিকার সাথে মধুপান করতে গিয়ে গ্যাঁড়াকলে পড়ে রয়েছে থানা হাজতে। মুক্ত হতে মেয়ে পক্ষের সাথে চালাচ্ছেন দেনদরবার। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ১০-২০ হাজারে হয়নি সমাধান। সমাধান না হলে লিখিত অভিযোগ আজ মামলায় রূপ নেবে বলে জানা গেছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের টপটেন সিগারেটের এসআর আশরাফ আলীর ছেলে ফয়সাল গত মঙ্গলবার রাত ৮টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর মজিবপাড়ার জনৈক প্রেমিকার সাথে দেখা করতে যায়। এসময় তারা দুজনে ঘরের মধ্যে আনন্দঘন পরিবেশে খোশগল্পে মত্ত থাকা অবস্থায় বেরসিক জনগণ তাদের ঘরের মধ্যে আটকে ফেলে। গ্রাম্য পর্যায়ে বিষয়টি সমাধান না হওয়ায় রাতেই ফয়সালকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে হিজলগাড়ী ক্যাম্প পুলিশ আটককৃত ফয়সালকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে। এরি মধ্যে মেয়ে পক্ষ অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পাশাপাশি উভয় পক্ষ দিনভর থানায় আপোষ মিমাংসার চেষ্টা চলিয়ে ব্যর্থ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ছেলে পক্ষ মেয়ের ইজ্জতের মূল্য ১০-২০ হাজার টাকার মধ্যে মিটিয়ে ফেলার প্রস্তাব দেন। তাতে মেয়ে পক্ষ রাজি না হওয়ায় সদর থানা জেলহাজতেই থাকতে হয় ফয়সালকে। স্থানীয়রা জানান, কয়েক দিনের আগের একটি ঘটনা ১০ হাজার টাকা দিয়ে ফয়সাল নিজেকে রক্ষা করে। এটিও সেভাবেই মিটিয়ে পার পেতে চাচ্ছে। এদিকে আজ বৃহস্পতিবার এ বিষয়ে মিমাংসা না হলে মেয়ে পক্ষের অভিযোগ মামলায় রূপ নেবে বলে জানা গেছে।