দামুড়হুদায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় দামুড়হুদা উপজেলায় চারটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন এ কাজের উদ্বোধন করেন। ফ্লাট সোলিং চারটি রাস্তার উন্নয়ন কাজের বরাদ্দ ব্যয় ১১ লাখ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য জাফর আলী, জহুরুল ইসলাম, রকিবুল হাসান ও সিরাজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুর রশীদ, মেসার্স অনুসন্ধান ট্রেডার্সের ঠিকাদার গোলাম মোস্তফা বাদল, জেলা কৃষক লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ ও সহদফতর সম্পাদক শেখ কামরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাস্তা চারটি হলো, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি থেকে কওমী মাদরাসা রোড, নাটুদাহ হাইস্কুল রোড, ওসমানপুর রোড ও নাটুদাহ-গচিয়াপাড়া রোডের ফ্লাট সোলিংয়ের কাজ। ঠিকাদার প্রতিষ্ঠানের অংশীদার মোস্তাফিজুর রহমান জানান, আগামী ১০ দিনের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শেষ হবে বলে আশা করছি।