স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাজু আহমেদকে ইংরেজি বিভাগের পক্ষ থেকে বিদায় ও ৩ জন কৃতি শিক্ষার্থীকে এবং সচেতন সাহসীকতার জন্য সৌম্যজিতা স্মৃতিকে সংবর্ধনা প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের আয়োজনে গতকাল বুধবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের হলরুমে এ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান খন্দকার রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। আরও উপস্থিত চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহকারী অধ্যক্ষ আব্দুল মজিদ প্রামানিক, ইংরেজি বিভাগের প্রভাষক মেজবাহুর রহমান, আজিমুদ্দীন, মারফত আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রভাষক রাজু আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন অত্র কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। প্রভাষক রাজু আহমেদ চুয়াডাঙ্গা সরকারি কলেজে সুনামের সাথে দায়িত্ব পালনের পর তিনি ঝিনাইদহ কে.সি কলেজে বদলির আদেশ পান। এরপর বেলা পৌনে ১টার দিকে একই কক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৩ জন কৃতি শিক্ষার্থী আরিফুন্নাহার, মিনি খাতুন ও আহসান আরা হককে এবং ঢাকায় অপহরণের হাত থেকে সাহসিকতার সাথে একটা মেয়েকে উদ্ধার করায় সৌম্যজিতা স্মৃতিকে সংবর্ধনা দেয়া হয়।