চুয়াডাঙ্গা জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি জিন্নাতুল আরা সাধারণ সম্পাদক লাভলু
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে অবস্থিত নিরাময় নার্সিং হোমের হলরুমে ডা. জিন্নাতুল আরার সভাপতিত্বে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ৮ সদস্যের উপদেষ্টা কমিটিতে যারা আছেন ডা.একরামুল হক, ডা.ফকির মহাম্মদ, চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক মুক্তা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, মুন্সী আলমগীর হান্নান, ডা.পারভীন ইয়াসমিন, অ্যাড. সেলিম উদ্দীন খান, ডা. গোলাম মোস্তফা। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন সভাপতি ডা. জিন্নাতুল আরা উপশম নার্সিং হোম, সহসভাপতি ৬জন রুহুল আমিন ইসলামী হাসপাতাল, ডা. তারিকুল ইসলাম মডার্ন ক্লিনিক, সাজেদুর রহমান আব্দুল হামিদ মেমোরিয়াল হাসপাতাল, সাহেদুর রহমান মা ক্লিনিক, জালাল উদ্দীন শাপলা ক্লিনিক ও আব্দুল মান্নান জননী ক্লিনিক, সাধারণ সম্পাদক হাফিজুল হক লাভলু রাজধানী ক্লিনিক, সহসম্পাদক ২জন শরিফুল মহিমা ক্লিনিক ও লুৎফর রহমান লোকমান প্রাইভেট হাসপাতাল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান নিরাময় নার্সিং হোম, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ঝন্টু ইউনাইটেড ক্লিনিক, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর লাল্টু মদিনা ক্লিনিক, প্রচার সম্পাদক শাহজাহান আলী রাজধানী ক্লিনিক, দফতর সম্পাদক হাসিবুল হক শান্ত দেশ ক্লিনিক এবং কার্যকারী সদস্য ১৬ জন আশাদুজ্জামান আশা দেশ ক্লিনিক, জুবায়ের শেফা ক্লিনিক, হুসাইন শেফা ক্লিনিক, আনোয়ার হোসেন জালাল মা নার্সিং হোম, মামুন রেজা আল আরাফা, শিপলু মিয়া সেবা ক্লিনিক, রফিক উদ্দীন রফি এআর হাসপাতাল, হাসান ইমাম বকুল এপেক্স হাসপাতাল, ওয়াহেদ মাহমুদ দিনার নারদিতা ক্লিনিক, সেলিম হোসেন মদিনা ক্লিনিক, জাকির আহম্মেদ শামীম মা ক্লিনিক, আহসান হাবিব সেবা ক্লিনিক, আব্দুল মালেক গ্রামীণ ক্লিনিক, আবুল কাশেম সততা ক্লিনিক, সাইফুল ইসলাম প্রতিজ্ঞা ক্লিনিক ও হুমায়ুন কবীর বিআরএম ক্লিনিক।