কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে যাত্রীবাহী বাস উল্টে নয়ন (৩৫) নামের বাসচালক ও সুজা উদ্দিন (৩২) নামের দুজন নিহত হয়। এক মহিলা কাকতালীয়ভাবে বেঁচে গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০জন। আহতদের মধ্যে সুজন (৩০), মজিবুর রহমান (৪৫), রানা আহম্মেদ (৩০), সাথী খাতুন (১৮), সুরুজ আলী (৩০), জামসেদ (৪৫), চাঁদ আলী (৫০) ও মস্তফা (৪০)। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের লাহেনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়িগামী একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় সুজাউদ্দিন ও নয়ন নামের দুজন নিহত হয়। তবে কাকতালীয়ভাবে এক নারীকে বাসের ভেতর থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।