স্টাফ রিপোর্টার: মামুন নামের এক যুবক অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার রাত ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অজ্ঞানপর্টির খপ্পরে পড়া যুবক মামুন (২৬) চিকিৎসাধীন অবস্থায় অস্পষ্টভাবে তার পরিচয় দিতে গিয়ে জানান তার বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বড়গাংদীয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল হাকিম। পেশায় ট্রাক্টর চালক। তিনি আরও জানান পর্বর্তীপুরের এক মাহাজনের ট্রাক্টর চালায়। গতকাল বুধবার পার্বর্তীপুর থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেসে চড়ে। তিনি ঝিনাইদহের হলিধানী তার বোনের বাড়ি থেকে মাকে নিয়ে বাড়ি যাওযার উদ্দেশে চুয়াডাঙ্গা আসছিলো। চুয়াডাঙ্গা থেকে বাসযোগে তিনি বোনের বাড়ি যাবে। পথিমধ্যে বিরামপুর নামকস্থানে পৌঁছুলে দুজন অপরিচিত ব্যক্তি গায়ে পড়ে আলাপ জমিয়ে জুস ও চিপস খাওয়ার জন্য বলে। তিনি খেতে না চাইলে তাকে বার বার অনুরোধ করলে তিনি জুস ও চিপস খান। তারপর তিনি অচেতন হয়ে যায়। কিছুটা চেতন হলে দেখতে পান তিনি চুয়াডাঙ্গা রেলস্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় রুপসা এক্সপ্রেস থেকে মামুনকে ট্রেনের স্টাফরা নামিয়ে দিলে জিআরপি পুলিশ হেফাজতে নিয়ে পরিচয় জানার চেষ্টা করে। পরে রাত ১০টায় তাকে রিকশাযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।