গাংনীতে প্রাথমিক শিক্ষকদের আলোচনাসভায় এমপি মকবুল
গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেছেন, শেখ হাসিনার সরকার যে উন্নয়নের সরকার তার প্রমাণ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। একযোগে এতগুলো প্রাথমিক বিদ্যালয় সরকারি হতে পারে তা আসলেই বিষ্ময়কর। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে। কোনো প্রতিষ্ঠান অচল হবে না। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৫বছর পূর্তি উপলক্ষে আনন্দর্যালি, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি গাংনী উপজেলা শাখা। উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জিয়া মুহাম্মদ আহসান মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক কল্যাণ সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবীব। বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি গাংনী শাখার সাধারণ সম্পাদক গোলাম হাসান, আজিজুল হক, আব্দুস সাত্তার, এমদাদুল হক মিন্টু, মাহবুবুর রহমান কাজল, মকবুল হোসেন, আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয়র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণগান করা হয়। বারবার শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন র্যালিতে অংশগ্রহণকারীরা। আলোচনাসভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।