দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বাজারের বিশিষ্ট ঢেউটিন ব্যবসায়ী সবার প্রিয় মুখ মাহবুবুল আলম মুকুল ওরফে গু-া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)। তিনি গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি দামুড়হুদা বাজারপাড়ার মৃত সামসুল আলম ওরফে আলম মাস্টারের ছেলে। মৃতকালে মা, স্ত্রী, ২ ছেলে ও ৫ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৫ ভাই ও ৬ বোনের মধ্যে তিনি ছিলেন ৫ম। সবার প্রিয় মুখ গু-ার আকস্মিক মৃত্যুতে কাঁন্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ মা মাজেদা খাতুন, স্ত্রী ঝর্ণা খাতুন, বোন শিক্ষিকা নিপা ম্যাডাম ও ছোটভাই গোপনসহ পরিবারের লোকজন। আজ বুধবার দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বড় ভাইসহ পরিবারের অনেকেই ঢাকা থেকে না পৌঁছুনোর কারণে জানাজার নামাজের সঠিক সময় জানাতে পারেননি। তবে বেলা ১১টা অথবা বাদ যোহর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, মরহুমের দাদা মধু ম-ল ও পিতা আলম মাস্টার দামুড়হুদার উন্নয়নে বিশেষ অবদান রেখে গেছেন। দামুড়হুদা পাইলট হাইস্কুল, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজসহ তহবাজারে জমি দান করেছিলেন মরহুমের পিতা আলম মাস্টার। এছাড়া দামুড়হুদার একমাত্র পাবলিক লাইব্রেরিটিও (মধু ম-ল পাবলিক লাইব্রেরি) তাদেরই অবদান। এ দিকে গু-ার আকস্মিক মৃত্যুতে গভির শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক বেল্টু, দামুড়হুদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোফাজ্জেল হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল প্রমুখ।