দামুড়হুদা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট আসামি গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি রওশনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরামের নির্দেশে এসআই মেজবাহুর রহমান সঙ্গীয় সদস্য নিয়ে উপজেলার উসমানপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু হোসেনের ছেলে মারামারি মামলার পলাতক আসামি রওশন অলীকে গ্রেফতার করে। ওসি (তদন্ত) জিএম ইমদাদুল হক জানান রওশন আলীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মারামারি মামলা রয়েছে, তা বিচার প্রক্রিয়াধীন। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।