স্টাফ রিপোর্টার: জীবননগরের কাশিপুরে তিন বন্ধুর মারামারিতে দুজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কাশিপুর বাগানপাড়ার নাসির উদ্দীনের ছেলে সোহাগ (২০), একই গ্রামের বাজারপাড়ার মুছার ছেলে রনি (২০) ও একই গ্রামের মাঝপাড়ার মিন্টুর ছেলে নবীন। এরা তিনজনই বন্ধু। তিন বন্ধু মিলে সন্ধ্যার আগে গ্রামের ঈদগামাঠে গল্প করছিলো। একপর্যায়ে সোহাগ ও রনির সাথে নবীনের তর্ক শুরু হয়। এ সময় নবীন বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে সোহাগ ও রনিকে কোপানো শুরু করে। এতে সোহাগের ঘাড়ে আঘাত লাগায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে রনির হাতে আঘাত লাগায় তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে সোহাগ জানান।