স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেঁস্তোরা ও বেকারি মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা রেঁস্তোরা ও বেকারি মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সানডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনাসভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে হোটেল বিভার স্বত্বাধিকারী রমজান আলীকে সভাপতি ও গ্রিন ফুডের স্বত্বাধিকারী তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবুকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কর্য্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। সংবর্ধনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ ওসমান গনি, সহসভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সহসাধারণ সম্পাদক রোকন উদ্দিন মিলো, দোকান মালিক সমিতির সদস্য শেখ পিয়ার মোহাম্মদ, আনন্দ জোয়ার্দ্দারসহ রেঁস্তোরা ও বেকারি মালিক সমিতির সদস্যবৃন্দ। সংবর্ধনাসভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু’র পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি রমজান আলী। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবনির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ খন্দকার জান্নাতুল ফেরদাউস সৌরভ।