স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে রাফি হাসান নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলা শহরের রুপছায়া সিনেমা হলপাড়ার ফায়রুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণির প্রভাতি শাখার ছাত্র। গত সোমবার আহতাবস্তায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় আহত রাফি হাসান (১৫) অভিযোগ করে বলেন, গত সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের রাজধানী ক্লিনিকের সামনে দাড়িয়ে ছিলাম। এসময় গুলশানপাড়ার তৌফিকের ছেলে তানিন ও হাসপাতালপাড়ার জয়সহ ৫-৭জন একটি ইজিবাইকে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ওয়াপদার ভেতর। সেখানে নিয়ে তাকে ইজিবাইক থেকে নামিয়ে জিআই পাইপ দিয়ে পেটাতে থাকে এবং ব্লেড দিয়ে তার দুই হাতে পোজ দিয়ে পালিয়ে যায়। রাফির চিৎকার চেঁচামেচিতে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এব্যাপারে রাফি ও তার সাথে থাকা বন্ধুরা বলেন, কদিন আগে কয়েকজনের সাথে তার গ-গোল হলে তারই জের ধরে তাকে মারধর করা হতে পারে।