আলমডাঙ্গা ব্যুরো: এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের তৌহিদুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের কেরামত আলীর অনার্স পড়ুয়া ছেলে তৌহিদুল ইসলাম একই গ্রামের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। এ বিষয়ে উত্ত্যক্তের শিকার ছাত্রীর অভিভাবক গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ উত্ত্যক্তকারী তৌহিদুল ইসলামকে গতকাল মঙ্গলবার আটক করেছে।