চুয়াডাঙ্গা সদর থানায় যশোরের এক ঠিকাদারের চাঁদাবাজি মামলা
স্টাফ রিপোর্টার: দৈনিক আকাশ খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তানজির আহমেদ রনিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে পত্রিকার সাথে সংশ্লিষ্ট চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার বাচ্চুকেও গ্রেফতার করা হয়েছে। একটি চাঁদাবাজি মামলায় তাদেরকে সদর থানা পুলিশ ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত তানজির আহমেদ রনি চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মতলেব ম-লের ছেলে ও বাচ্চু মাঝেরপাড়ার আলাউদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা একটা মামলাসূত্রে জানা গেছে, যশোরের চাচড়া এলাকার মৃত আয়নুল হকের ছেলে ঠিকাদার আনোয়ারুল হক গোরা চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ি বটতলায় ওয়েস্ট জোন পাউয়ার টিস্ট্রিবিউশন কোম্পানি বিদ্যুত লাইন নির্মাণ ও পুনর্বাসন কাজ করাচ্ছেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত তার ম্যানেজার খুলনা খালিসপুরের আকরাম হোসেন গত রোববার বিকেলে দায়িত্ব পালন করছিলেন। এসময় তাকে তুলে নিয়ে তানজির আহমেদ রনি, বাচ্চুসহ তাদের লোকজন চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের প্রান্ত ফটোস্ট্যাট দোকানে নিয়ে মারধর করেন। মারধরের একপর্যায়ে ম্যানেজার আকরাম হোসেনের হাতে এক বোতল ফেনসিডিল দিয়ে ছবি তুলে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করা হয়। দাবিকৃত চাঁদা না দেয়া হলে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেন ঠিকাদারসহ ম্যানেজারকে। এছাড়া ওয়েস্ট জোন পাউয়ার টিস্ট্রিবিউশন কোম্পানির চুয়াডাঙ্গা জাফরপুরস্থ অস্থায়ী ক্যাম্পে ৬ মাস আগে থেকেই তানজির আহমেদ রনি ও বাচ্চু বিভিন্ন হুমকিধামকি দিয়ে আসছেন। এর আগে ২০ হাজার টাকা নিয়েছেন তারা। অন্যান্য কয়েকজনও হুমকিধামকি দিয়ে আসছেন।
চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়েরের পর গতকাল সোমবার বেলা ১টায় সদর থানার এসআই আকরাম হোসেন জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় অভিযুক্ত তানজির আহমেদ রনি ও বাচ্চুকে গ্রেফতার করেন।