মেহেরপুর ব্যবসায়ী সমিতি, বড় বাজার, মেহেরপুরের সভাপতি মোঃ মনিরুজ্জামান দিপু ও সিনিয়র যুগ্মসম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২০১৮ সালের ৭ জানুয়ারি রোববার রাত ৯টায় মেহেরপুর ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে মেহেরপুর ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় সভার সদস্যবৃন্দ অবগত হন যে, মোঃ আমিনুল ইসলাম খোকন মেহেরপুরের একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসেবে তিনি একজন ব্যবসায়ীর সমস্যা সমাধানে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি দেখতে পান। ওই ঘটনা নিরসনের জন্য তিনি উভয় পক্ষকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্র প্রস্তুত করেন। এই সামান্যতম ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনার সূত্রপাত তা শুধুমাত্র তার স্বনাম ক্ষুণœ ও হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। এর জের ধরে মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম খোকনের বিরুদ্ধে গত ২০১৮ সালের ৬ জানুয়ারি মেহেরপুর সদর থানায় যে মামলা হয়েছে। এ খবর শুনে সভায় উপস্থিত সদস্যবৃন্দ বিস্মিত হয়েছেন ও হতাশা প্রকাশ করেছেন। সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ শেষে মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়। সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, মোঃ আমিনুল ইসলাম খোকনের নামে মিথ্যা মামলা আগামী ৯৬ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে মেহেরপুর ব্যবসায়ী সমিতি, বড় বাজার, মেহেরপুর পরবর্তী কঠোর কর্মসূচি গ্রহণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।