মেহেরপুর অফিস: মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমানকে লাঞ্ছিত ও দাফতরিক কাগজপত্র লুটকারীদের গ্রেফতারের দাবিতে কালো ব্যাচ ধারণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা বিএমএ, স্বাচিপ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী যৌথভাবে এ কর্মসূচি পালন করেন। এ সময় জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকি, স্বাচিপ সভাপতি ডা. এমএ বাশার, সাধারণ সম্পাদক ডা. তাপস কুমার সরকার, সদস্য ডা. মৃণালকান্তি, ডা. এহসানুল কবির, ডা. ওবাইদুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী তত্ত্বাবধায়কের কার্যালয়ে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ২০১৭-২০১৮ অর্থ বছরের খাবার ও কাপড় ধোয়ার দরপত্রের কাগজ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।