দর্শনা আইসিপি বিজিবির অভিযানে ৫ কোটির টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

দর্শনা অফিস: দর্শনা আইসিপি বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কাউকে। গতকাল সোমবার সকাল ৬টায় দর্শনা জয়নগর আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালান দামুড়হুদার ডুগডুগি বাজার এলাকায়। এ অভিযানে বিজিবি সদস্যরা ৫৮ লাখ পিস ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া গতপরশু রোববার দুপুর ২টার দিকে বিজিবির একই দল দর্শনা-জীবননগর মহাসড়ক থেকে উদ্ধার করেছে ৭০ হাজার পিস ভারতীয় ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ৫২ লাখ ৮৫ হাজার ২৫ টাকা বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। উদ্ধারকৃত ওষুধের মধ্যে রয়েছে মোটা করণ ও যৌন উত্তেজক ট্যাবলেট।