চুয়াডাঙ্গা বাউল কল্যাণ সংস্থার আশ্রম পরিদর্শন করলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ

স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গা বাউল কল্যাণ সংস্থার আশ্রম পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন মাজার শরীফ ও সেবাসদন কার্যালয়ের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার শৈলগাড়ি বাউল কল্যাণ সংস্থার আশ্রমে যান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান আলী তুফান, সাধারণ সম্পাদক ফকির হাসান হাকিম শাহ, নির্বাহী সদস্য আনোয়ারা ফকিরানী প্রমুখ। পরিদর্শন শেষে লালন মাজার শরীফ ও সেবাসদন কমিটির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান অ্যাড. মানি খন্দকার, ওহিদ আল চিস্তি, মহিউদ্দিন ফকির, মুসলিম উদ্দিন জুড়োন শাহ, মোমতাজ উদ্দিন শাহ, সেলিনা খাতুন, নাছিমা খাতুন, লাভলু, শামসুল শাহ ও মনির হোসেন।