স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু। বিশেষ অতিথি ছিলেন লুৎফর রহমান, ইউপি সদস্য হাবলুর রহমান হাবলু, আব্দুস সালাম, বজলুর রহমান, জলিল মিয়া, খাইরুল ইসলাম ও সেলিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবু বাক্কা। আগামী ১৫ জানুয়ারি ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন সফল করার জন্য নেতৃবৃন্দকে আহ্বান করা হয়।