আলমডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ আমিরুল জখম

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মাজু গ্রামের বৃদ্ধ আমিরুল ইসলাম মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মক জখম হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে বকশিপুর মাজু’র মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মৃত ইয়াসিন আলী মুন্সির ছেলে আমিরুল ইসলাম (৭০) আলমডাঙ্গা শহরে বাজার করতে আসে। বিকেলে পাখিভ্যানযোগে বাড়ি ফেরার পথে বকশিপুর মাজুর মাঠের মধ্যে পেছন থেকে আসা একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস সজোড়ে ধাক্কা দেয়। মাইক্রোবাসের ধাক্কায় আমিরুল পাখিভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মক জখম হয়। তার বাম হাত ভেঙে যায় ও মাথায় আঘাত পায়। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা টাওয়ারে নিয়ে আসে। সেখানে তার মাথার ক্ষত স্থানে সেলাই ও ভাঙা হাত ব্যান্ডেজ করে বাড়ি ফেরেন।