আলমডাঙ্গায় পাইকারি ও খুচরা মাদক বিক্রেতা আটক

আলমডাঙ্গা ব্যুরো: গাঁজাসহ কুষ্টিয়ার পাইকারি মাদকব্যবসায়ী শরিফুল ইসলাম ও আলমডাঙ্গার ওসমানপুরের খুচরা মাদকব্যবসায়ী আব্দুল আলিমকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এএসআই মোস্তাফা কামাল ওসমানপুর গ্রামে অভিযান চালায় ওসমানপুরের মৃত দিদার হোসেনের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী আব্দুল আলিমের বাড়িতে। সে সময় কুষ্টিয়ার বাড়াদী উত্তরপাড়ার মৃত আব্দুল মালিকের ছেলে শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশ তার নিকট থেকে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম পাইকারি মাদকব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সে নিয়মিত আব্দুল আলিমের বাড়িতে মাদকদ্রব্য পাইকারি বিক্রি করে বলেও স্বীকার করে। এসময় পুলিশ দুজনকেই আটক করেছে। আজ সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।