স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিসভার আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, ১০ জানুয়ারি সকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও বিকেলে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মুক্তমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তালিম হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, মহিলা আওয়ামী লীগ নেত্রী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, ছন্দা, সাথী, জাতীয় শ্রমিক লীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক, সাধারণ সম্পাদক রিপন ম-ল প্রমুখ। ১০ জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন দিবসের আলোচনাসভা স্থলে সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।