মাথাভাঙ্গা মনিটর: মেলবোর্নে বক্সিংডে টেস্ট ড্র না হলে ইংলিশদের হয়তো হোয়াইটওয়াশই করতে পারতো অস্ট্রেলিয়া। সেই সুযোগ আপাতত না থাকলেও সিডনিতে সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে স্বাগতিকরা। গতকাল রোববার ম্যাচের চতুর্থ দিনে মার্শ ভ্রাতৃদ্বয়ের সেঞ্চুরির পর সাত উইকেটে ৬৪৯ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। শন মার্শ ১৫৬ ও মিচেল মার্শ করেন ১০১ রান। এতে ৩০৩ রানের বড় লিড পায় অসিরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৩ রান করে অস্ট্রেলিয়া। ছয় উইকেটে হাতে রেখে এখনো ২১০ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেন ৩৪৬ রান।