সবই ওতে

আহাদ আলী মোল্লা

কে খেসারত দেবে বলুন
এমন করুণ মরণের,
যুক্তি অনেক ছোড়েন খোঁড়া
না বুঝে তাই আগাগোড়া
ব্যাখ্যা দেয়া যায় না সকল
ধরনের।

চরম চরম হাঁক তার;
সেজেগুজে বসে আছেন
বিরাট বড় ডাক্তার।

কিন্তু কোনো ডিগ্রি নাই
মরার বিচার শিগ্রি নাই
থাকেন বহাল তবিয়তে;
হাতের মুঠোয় পয়সা আছে
কাম করে দেয় সবই ওতে।

সূত্র (আলমডাঙ্গা বেলগাছির হাতুড়ে ডাক্তার মারুফুলের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ)