বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ থেকে ৩শ গরিব ও দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিমুল বারী, চুয়াডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজ, খালেক, আনিস, মিজানুর, ববিতা, আরিছন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোমিনপুর ইউনিয়নের সচিব। এর আগে সকালে আসাদুল হক বিশ্বাস কুতুবপুর ও মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে নির্বাচনের জন্য গণসংযোগ ও পথসভা করেন।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান দামুড়হুদার দশমী কবরস্থানস্থ লুৎফুন্নেছা এতিম খানা ও মাদরাসা, ব্রীজপাড়াস্থ তাপসী রাবেয়া (রা.) আদর্শ এতিমখানা ও লিল্লাহ বোডিং, আব্দুল ওদুদ শাহ কলেজ সংলগ্ন দারুস সুন্নাহ জামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, কার্পাসডাঙ্গার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং কালিয়াবকরির আল জামিয়াতুল ইসলামিয়া মিফতাহুল উলুম মাদরাসা ও এতিমখানা এই ৫টি প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) মো. নুরুজ্জামান, অফিস সহায়ক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে এলাকার দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার ২৫ জন দুস্থ নারী-পুরুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টার, সদস্য শরীফ উদ্দীন, আলীম হোসেন, মোমিনুল ইসলাম মনির প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, হাড় কাঁপনো তীব্র শীতের বিপর্যস্ত হয়ে পড়েছে জীবননগরবাসী। হিমেল হাওয়া আর কনকনে শীতের কারণে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের মানবেতরভাবে দিনাতিপাত করতে হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড ঠাণ্ডার কারণে কৃষি ক্ষেতে নামতে না পারার কারণে দিন মজুরেরা তাদের পরিবার পরিজন নিয়ে অসহায়ের মধ্যে রয়েছে। এ অবস্থার মধ্যে উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল রোববার আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েক দিনের শৈত্যপ্রবাহের কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাঁচি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক শিশু ও বৃদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কনকনে শীতের প্রকোপ থেকে বাঁচতে দরিদ্র মানুষেরা নিক্সন মার্কেটে কাপড় কিনতে ভিড় জমাচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচাতে উপজেলা পরিষদের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল গতকাল উপজেলার পাথিলা নারিকেল বাগানে বসবাসকারী আদিবাসী সাঁওতালদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে বাঁকা ইউপির সদস্য রবিউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইসলাম ফারাজীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে। বিভিন্নভাবে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্র মানুষ। এসব দরিদ্র মানুষের শীত নিবারণে কিছুটা স্বস্তি দিয়েছে গাংনী উপজেলা প্রশাসনের দেয়া কম্বল। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল গতকাল রোবাবর বিকেলে তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা ও সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামে কম্বল বিতরণ করেছেন। কম্বল হাতে পেয়ে বেজায় খুশি এসব মানুষেরা। বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাগোয়ান ইউনিয়ন পরিষদ। গতকাল রোববার সকাল ১১টার সময় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি পরিষদ চত্বরে দেড়হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, ইউপি সদস্য সোহরাব হোসেন, দিলিপ মল্লিক, কাজী কোমর উদ্দীন সেলিম, আনোয়ারুল ইসলাম, ফেরদৌস আলী, জাকির হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য শাহিনুর খাতুনসহ অন্যান্য ইউপি সদস্যরা।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের গান্না ইউনিয়ন পরিষদে ৫শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা হতদরিদ্রের মাঝে কম্বল গায়ে জড়িয়ে উদ্বোধন করেন। এ সময় সরকারিভাবে ও ব্যক্তিগতভাবে গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা ৫ শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন। শীতের তীব্রতার মাঝে একটি কম্বল যেনো তাদের মাঝে ঈদের আনন্দকেও হার মানিয়েছে বলে তারা জানান। সে সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুর রহমান তারিক, ইউপি সচিব প্রকাশ চন্দ্র বিশ্বাস, মেম্বার ওবাইদুল হক রিপন, আব্দুর রহমান, মেম্বার শাহাবুদ্দিন সাবু, হাকিম মেম্বার, সদস্য ডলি খাতুন, জান্নাতুল ফেরদৌস বিউটি, ব্যবসায়ী রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, লিটন হোসেন, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের নাসরিন সুলতানা শিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা বলেন, সরেজমিনে গিয়ে দেখেছি ইউনিয়নে প্রায় ৩হাজার হতদরিদ্র মানুষগুলোর একটি করে পড়ার কাপড় আছে। সেখানে শীতের কাপড় বলে তেমন কিছু নেই। এসব অসহায় ও হতদরিদ্রের মাঝে একটি কম্বল দিয়ে শীতের কষ্টটা কিছু হলেও লাঘব হবে বলেও তিনি জানান। আগামীতে প্রত্যেক হতদরিদ্রের মাঝে অন্তত একটি করে কম্বল দেয়ার চেষ্টা করবো।