স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা কৃষক লীগের সদস্য মাসুদ রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সদর থানা কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদু প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাসুদ রানাকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মাসুদ রানা চুয়াডাঙ্গা শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
অপরদিকে, মাসুদ রানা লিখিতভাবে জানিয়েছেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।