কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় উদ্বোধনের আগেই কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রলির ধাক্কায় শিপুল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকার রোববার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপলু কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ম-লপাড়ার জালাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার ত্রি- মোহনী থেকে শহররের মধ্যে যাওয়া রাস্তা অতিরিক্ত ভাঙা হওয়ায় শিপুল বাইপাস দিয়ে মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিপুল নিহত হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।