আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামে ভুল ওষুধ সেবনে ৩ বছরের শিশুকন্যার মৃত্যুর ঘটনায় তদন্ত টিম তদন্ত করেছে। গতকাল রোববার তদন্তের জন্য ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের পূর্বপাড়ার তুহিনের ৩ বছরের শিশুকন্যা তাহেরা। গত শুক্রবার তুহিন গ্রামের বাজারে অবস্থিত গ্রাম্য ডাক্তার মারুফের ফার্মেসিতে গিয়ে মেয়ের জন্য কৃমিনাশক ওষুধ অ্যালবেনডাজল কিনে বাড়ি ফেরেন। সকালে যথারীতি শিশুকন্যাকে ওষুধ খাওয়ান। ওষুধ খাওয়ানোর পর পরই শিশুকন্যা তাহেরা মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ে। দ্রুত আলমডাঙ্গায় ক্লিনিকে নেয়ার পথেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। মৃত্যুর পর পর প্রতিবেশিসহ সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে যে, কৃমিনাশক ওষুধের পরিবর্তে রেনামাইসিন খাইয়ে ফেলে। ফলে তাহেরার মৃত্যু ঘটেছে। এ সংক্রান্ত সংবাদ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় গুরুত্বের সাথে প্রকাশিত হয়। বিষয়টি অবগত হয়ে সিভিল সার্জনের নির্দেশে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মাসুদ রানা ঘটনাটি তদন্তের জন্য ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। গতকালই তাদেরকে তদন্তে পাঠান। এরা হলেন, হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাক্তার জিএসএম ফেরদৌস সজীব ও উপজেলা স্যানিটেশন অফিসার নিজাম উদ্দীন।