দামুড়হুদার কলাবাড়ী-রামনগর হাইস্কুলের মাঠ থেকে গাছে বাঁধা অবস্থায় মাইক্রোবাসচালক নাজিম উদ্ধার

ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে গাছে বাঁধা অবস্থায় নাজিম নামের মাইক্রোবাস চালককে উদ্ধার করেছে দলিয়ারপুর ক্যাম্প পুলিশ। উদ্ধারকৃত নাজিম চুয়াডাঙ্গা সদর উপজেলার মনিরামপুর গ্রামের মৃত আপেল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে চালকের মাইক্রোবাস ও ভেতরে থাকা কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ। শ্বশুর বাড়ির লোকজন তাকে নিয়ে এসে এভাবে বেঁধে রেখেছে বলে অভিযোগ করলেও, এলাকাবাসী বলছে সবই তার সাজানো নাটক। পুলিশ জানিয়েছে, তদন্তের পরেই আসল রহস্য জানা যাবে। চালক নাজিমকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কৃষকরা মাঠে যাওয়ার সময় জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের খেলার মাঠের দিক থেকে বাঁচাও বাঁচাও বলে আওয়াজ শুনতে পায়। বিষয়টি বিদ্যালয়ের নাইটগার্ড আহসান হাবিবকে জানালে তিনি ওই ব্যক্তিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাগানে গাছের সাথে বাঁধা অবস্থায় তাকে দেখা যায়। খবর পেয়ে দলিয়ারপুর পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করেন।