দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ সাগর নামের একজন আটক করেছে। এসময় সোহেল নামের অপর এক যুবক ২ পিস ইয়াবা ফেলে পালিয়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় দামুড়হুদা মডেল থানার এসআই উত্তম, এএসআই সালেকুজ্জামান, এএসআই এজাজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার পরানপুর বেলেপাড়া থেকে তাকে আটক করেন। আটককৃত সাগর দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার বাচ্চু মিয়ার ছেলে। এছাড়া ২ পিস ইয়াবা ফেলে পালিয়ে যাওয়া যুবক সোহেল একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে। পুলিশ বাদী হয়ে দুজনের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।