ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে রোগীকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম তারেক নামে এক পল্লি চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামের এক গৃহবধূকে চিকিৎসার অজুহাতে ধর্ষণ করে তারেক। তারেক একই গ্রামের লুৎফর রহমানের ছেলে। বুধবার বিকেলে ভিকটিম বাদী হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবির জানান, অভিযোগ পেয়ে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তারেককে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।