বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কোটালী গ্রামের কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন নির্মিত শহীদ মিনারটি রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। মিনার ভেঙে দেয়ায় শিক্ষার্থীসহ জনমনে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০০৪ সালে কোটালী মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অনেক তদবির করে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস শহীদ মিনার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেন। গত বৃহস্পতিবার থেকে শহীদ মিনার নির্মাণের কাজ শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার শহীদ মিনারের পিলারগুলো নিচ থেকে ঢালাই করা হয়। রাতের আঁধারে দুর্বৃত্তরা শহীদ মিনারের তৈরি করা পিলারগুলো ভেঙে দেয়। সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এসে মিনারটি ভাঙা দেখতে পায়। এতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভের সৃষ্টি হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম উদ্দীন বলেন, কে বা কারা ভেঙেছে বুঝতে পারছি না। তবে যারাই ঘৃণিত কাজটি করেছে ঠিক করেনি। দুর্বৃত্তদের শনাক্তকরণ ও বিদ্যালয়ে পুনরায় শহীদ মিনার নির্মাণের দাবি তুলেছে শিক্ষার্থীসহ সচেতন মহল।