স্টাফ রিপোর্টার: মেহেরপুরে মাদক মামলায় রুমি হোসেন, সেলিম হোসেন ও খোকন শেখ নামে তিনজনকে ১০ বছর করে জেল দিয়েছেন আদালত। যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন-মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার আওয়াল শেখের ছেলে রুমি হোসেন, একই পাড়ার সিয়াম হোসেনের ছেলে সেলিম হোসেন ও মলিকপাড়ার গোপাল শেখের ছেলে খোকন শেখ।
জানা গেছে, ২০০৮ সালের ২৯ জুন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়া থেকে ৯৮ বোতল ফেনসিডিলসহ রুমি হোসেন, সেলিম হোসেন ও খোকন শেখকে আটক করেন ডিবির এসআই জিহাদ হাসান। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন তিনি। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৯জন সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটির এমএম রুস্তম আলী এবং আসামি পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।