মেহেরপুর অফিস: ‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই’ এ প্রতিপাদ্যে জাতীয় সামাবেশ উপলক্ষে মেহেরপুরে র্যালি করেছে আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আনছার ভিডিপির কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। র্যালিতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আনিছুর রহমান, আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আব্দুর রশিদসহ জেলার আনছার সদস্য ও গ্রামরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।