দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সুপার স্টার ক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী সুপার স্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দশমী সুপার স্টার ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ মো. সাজেদুর রহমান, দামুড়হুদা আব্দুর ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি ড্রিম সেন্টার পাবলিক লাইব্রেরী ও তথ্য প্রযুক্তি কেন্দ্রের প্রতিষ্ঠাতা এখলাস উদ্দীন সুজন, ইউপি সদস্য আবু সাইদ, দশমী স্টার ক্লাবের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন প্রমুখ। উদ্বোধনী দিনে খেলা পরিচালনা করেন পিয়াস। স্কোরার ছিলেন নয়ন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসএম ইমরান হোসেন লিটন ও আনিছুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক জাফর ইকবাল।