আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানকালে তিন উপজেলার সীমান্ত এলাকার শীর্ষ মাদকব্যবসায়ী হাটুভাঙ্গার তাইজাল এবার আটক হলো ডাকাতি মামলায়।
জানা গেছে, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের আইসি এএসআই রওশন সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান চালিয়ে হাঁটুভাঙ্গা গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী তাইজালকে (৩৫) আটক করেছে। পুলিশ জানিয়েছে, মাদকব্যবসায়ী তাইজালকে এবার মাজু গ্রামের ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে আটক আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাইজালকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হাটুভাঙ্গা গ্রামের ফজলুল হকের ছেলে তাইজাল এলাকার শীর্ষ মাদকব্যবসায়ী হিসেবে চিহ্নিত। আলমডাঙ্গা, মিরপুর ও গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকার অত্যন্ত প্রভাবশালী মাদকব্যবসায়ী সে। আজ সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।