জীবননগরের নুর কুতুবুল আলমের দেশ সেরা শিক্ষকের পুরস্কার লাভ

জীবননগর ব্যুরো: প্রধানমন্ত্রীর দফতর কর্তৃক পরিচালিত একসেস টু ইনফরমেশন এটুআই এবং শিক্ষক বাতায়নের পর দেশ সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন জীবননগর শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক নুর কুতুবুল আলম। তাকে দেশ সেরা শিক্ষক হিসেবে সম্মাননা প্রদানসহ সরকারি খরচে তাকে কক্সবাজার ভ্রমণ করিয়েছেন এটুআই।
স্কুল সূত্রে জানা গেছে, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক নুর কুতুবুল আলম দেশ সেরা শিক্ষকের মর্যাদা অর্জন ছাড়াও মাইক্রোসফট কর্তৃক পরিচালিত এমআইইতে দেশের ৬৮জন শিক্ষকের মধ্যে দেশ সেরা এবং ২০১৭ সালে তিনি ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড আইএসতে ভূষিত হয়েছে। চলতি মাসে চিন-মৈত্রী হলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে তিনি তার বিদ্যালয় সকল শিক্ষককে ইন হাউজ প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল শিক্ষক তৈরিতে কাজ করছেন।